ব্লগার টিউটোরিয়াল -১: নতুন ব্লগ তৈরী করা


আজকে আমি এখানে শুধু দিবো  কিভাবে ব্লগার এ একটা ফ্রি ব্লগ খুলবেন ।
ব্লগারে ফ্রি  ব্লগ খুলতে হলে আপনার একটা Gmail আইডি থাকলে ভালো । তবে অন্য যেকোন মেইল আইডি দিয়েও ব্লগ খুলতে পারবেন ।
<a href="http://www.blogger.com/start">ব্লগারে যেতে হলে এখানে ক্লিক করুন</a>



তারপর G-MAIL আইডি এবং পাসওয়ার্ড দিয়ে SIGN IN  করুন
 CREATE A BLOG  এ ক্লিক করুন । (চিত্রে দ্রষ্টব্য)






Blog tittle   এ আপনার ব্লগের জন্য একটা শিরোনাম দিন । বাংলায় অথবা ইংরেজীতে । শিরোনাম পরিবর্তনযোগ্য । যে কোন সময় পরিবর্তন করতে পারবেন। তাই আপাতত একটা নাম দিয়ে দিন।
Blog address ( url )   এ আপনার ব্লগের জন্য একটা ডোমেইন নাম দিন। চেক করুন এটা উপলভ্য আছে কিনা ।
তারপর ক্যাপচা পূরণ করে Continue এ ক্লিক করুন ।



আপাতত এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করুন । পরে সেটা পরিবর্তন করে নিবেন ।Continue এ ক্লিক করুন।
ব্যস আপনার ব্লগ এখন তৈরী হয়ে ।